সার্বজনীন শিক্ষাসিলেবাস ও ইসলামের কনসেপ্ট বিষয়ে শাইখুল ইসলাম আল্লামা তাক্কী উসমানির ঐতিহাসিক ২য় ভাষণ
শাইখুল হাদীস কাজী মুহাম্মাদ হানীফ:
হজরতের এ দরদভরা বয়ান শুনে চোখে পানি এসে গেল। ডুবে গেলাম ভাবনার গভীরে। হায়! উম্মাহকে নিয়ে তারা কত ভাবছেন। আর আমরা স্থবির হয়ে পড়ে রয়েছি। “আমরা আজ ঘুমায়ে বেহুশ বাহিরে বাহিরে ঝড় তুফান।” হে আল্লাহ আমার জাতিকে তুমি সুমতি দাও। ইমাম মোহাম্মদের (রহ.) কথা من لا يعرف اهل زمانه فهو جاهل এর মিসদাক আমাদেরকে বানিও না। আমাদের আকাবিরদের মতো উলুমে নকলিয়ার সাথে উলুমে আকলিয়ার সমন্বয় ও সংযোগ কায়েম করে দীন ও উম্মাহর সেবা করার শক্তি দাও। আমাদের মধ্যে নতুন গাযালি দাও। দাও ইবনে রুশদ। দূর করে দাও সব ভেদাভেদ। দেখাও মোদের সফলতার রাজপথ।