‘নান্দনিকতায় শব্দ বুনি’- স্লোগানে প্রতিষ্ঠিত কবিতা পরিষদ কুমিল্লা এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি সন্ধ্যা। গত ২৭ আগস্ট ২০১৫ কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্র মিলনাতয়নে পরিষদের আহবায়ক ওয়াসিম আকরামের পরিচালনায় এবং বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডা. ইকবাল আনোয়ার এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবৃত্তিকার, সংবাদ পাঠক ও টিভি উপস্থাপক শরীফ বায়জীদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহজাদা এমরান, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী পরিচালক আবেদুর রহমান, কুমিল্লা পাঠশালা কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, কুমিল্লা সংস্কৃতিকেন্দ্রের সমন্বয়ক এনামুল হক মিলন এবং আবৃত্তিকার ও নাট্য ব্যক্তিত্ব আহসান হাবীব খান প্রমুখ। জয়নাল আবেদীন রনির উপস্থাপনায় অনুষ্ঠানে আবৃত্তি করেন শরীফ বায়জীদ মাহমুদ, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, আবৃত্তিকার ও নাট্য ব্যক্তিত্ব আহসান হাবীব খান, ডা. আহমেদ মোসলেহ, প্রান্তিক কণ্ঠচর্চা কেন্দ্রের সভাপতি এম আহসান হাবীব, আবৃত্তিকার আরিফুল ইসলাম, ফজলে রাব্বী লিমনসহ কুমিল্লার বিভিন্ন সংগঠনের আবৃত্তি শিল্পীবৃন্দ।
