বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:২০
Home / কওমি অঙ্গন / পাকিস্তানে ফিরে আসছে কওমির সুদিন! বাংলাদেশের কওমি মাদরাসা আর কত দূর?

পাকিস্তানে ফিরে আসছে কওমির সুদিন! বাংলাদেশের কওমি মাদরাসা আর কত দূর?

“হে বাংলাদেশের আলেম সমাজ ছাত্র সমাজ তোমারা জাগো !
তোমাকে জাগতে হবে অধিকার আদায়ের জন্য
তোমাকে জাগতে হবে পাওয়না আদায়ের জন্য
তোমাকে জাগতে হবে কর্তৃত্ব অর্জন করার জন্য
তোমাকে জাগতে হবে মজলুমানের কান্না থামানোর জন্য
তোমাকে জাগতে হবে মানবাধিকার রক্ষার জন্য
তোমাকে জাগতে ১৭কোটি মানুষের ঈমান আক্বীদা রক্ষার জন্য
তোমাকে জাগতে হবে লোটেরাদের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য
তুমি না জাগলে নিঃশেষ হয়ে যাবে
কালের গর্বে বিলীন হয়ে যাবে তোমার ইতিহাস
তুমি জাগো তুমি জাগো তোমার জাগা এখন সময়ে দাবী।”
-কমাশিসা

মূলধারার সঙ্গে যুক্ত হচ্ছে পাকিস্তানের কওমি মাদরাসা!

pakistan-madrasaওমর শাহ : পাকিস্তানের কওমি মাদরাসাগুলোকে মূল ধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির ক্ষমতাসীল সরকার। এ লক্ষ্যে দেশটির অন্যতম কওমি মাদরাসা ‘দারুল উলুম হককানিয়া’সহ কয়েকটি মাদরাসায় বড় আকারে সরকারি অনুদান দেওয়া হচ্ছে।

পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশের সরকার আগামী অর্থ বছরের বাজেটে দেশটির অন্যতম দ্বীনি প্রতিষ্ঠান দারুল উলুম হককানিয়ার জন্য ৩০ কোটি রোপি অনুদানের ঘোষণা দেয়।

‘দারুল উলুম হককানি’য়া পাকিস্তানের রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান সামিউল হকের পিতা ১৯৪৭ সালে প্রতিষ্ঠা করেছিলেন। এ প্রতিষ্ঠানেই পড়াশোনা করেন মোল্লা ওমর ও মোল্লা আখতার মনসুরসহ অনেক বিখ্যাত ব্যক্তিরা। মাওলানা সামিউল হক বর্তমানে সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চুক্তিতে বড় ভূমিকা পালন করছেন।

প্রাদেশিক শিক্ষামন্ত্রী মুহাম্মদ আতেফ ভয়েস অব আমেরিকাকে জানান, এ অনুদানের লক্ষ্য কওমি মাদরাসাগুলোকে মূলধারার শিক্ষাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা। তাদের অবকাঠামো শক্তিশালী করা।

পাকিস্তানে কওমি মাদরাসার সংখ্যা বিশ হাজারেরও বেশি ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক ইকরাম সেহগাল বলেন, মাদরাসাগুলোকে মূল ধারার সঙ্গে সম্পৃক করার এ উদ্যোগটিকে অভিন্দন। এতে অন্যান্যা মাদরাসাগুলোও তাদের তাদের শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করার সুযোগ পাবে। সরকারি সহযোগিতা দেখে অনেক মাদরাসা নিজ থেকেই তাদের শিক্ষাব্যবস্থা উন্নয়নের কথা ভাবতে বাধ্য হবে।

পাকিস্তানের কওমি মাদরাসাগুলোর নেতৃত্বশীল সংগঠনও এ সংশোধনের পক্ষে একমত। সংগঠনটির নেতারা যুগোপযোগী শিক্ষা সংযুক্ত করার জন্য দেশটির ক্ষমতাশীলদের পেছনে দৌঁড়ঝাপ অব্যাহত রেখেছেন।

সুত্র:http://ourislam24.com

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...