ইস্তাম্বুল, তুর্কি। সুবহান আল্লাহ। ইফতারের সময়ের ছবি। এক সময়ের খ্রিষ্টান রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল ইস্তাম্বুল। পরবর্তী সময়ে মুসলমানদের হাতে শহরটি বিজয় লাভ করে। কামাল আতাতুর্ক তুরস্ককে ইসলামের কৃষ্টি কালচার থেকে যোজন যোজন দুরে নিয়ে গেলেও, আবার ইস্তাম্বুল জেগে উঠেছে ইসলামের সৌরভে। তায়ীপ এরদোগান আজ তুরস্কের কান্ডারী। আলহামদুলিল্লাহ।
শত বছরের ইসলামী ঐতিহ্যের লীলাভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজ কঠিন সময় পার করছে। গুটিকয়েক নাস্তিক, ইসলামের দুশমন, আলেম ওলামদের নির্লিপ্তিতা দেশটাকে ধংসের শেষ সীমানায় পৌছে দিয়েছে। অর্থনীতি, শিক্ষা থেকে শুরু করে আজ আমাদের এমন কিছু নেই যা নিয়ে আমরা গর্ব করতে পারি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আজ এক ব্যর্থ রাষ্ট্র। অবৈধ ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধ, জঙ্গিবাদ ইত্যাদির নামে বিভক্ত করে ফেলেছে গোটা জাতিকে। স্বাধীনতা, সার্বভৌমুত্ব বিলীন হবার পথে। অথচ রুখে দাড়ানোর কেউ নেই। গুম বা হত্যার ভয়ে গোটা জাতি ভীত সন্ত্রস্ত।
আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমিকে এরদোগানের ন্যয় এক কান্ডারীর আবির্ভাব ঘটিয়ে জাতিকে এই ক্রান্তিকাল থেকে রক্ষা করুক। আমীন।