বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৫:১০
Home / বিজ্ঞান-প্রযুক্তি / মাহে রমজানে সেহরি ও ইফতারের সময় জানাবে অ্যাপ

মাহে রমজানে সেহরি ও ইফতারের সময় জানাবে অ্যাপ

app-of-ramadanমাহবুবর রহমান সুমন : মাহে রমজান উপলক্ষে আপনার হাতে যে রমজানের সময়সূচীর ক্যালেন্ডার আছে তা শুধু ঢাকার জন্য প্রযোজ্য।আর আপনি আপনার স্থানীয় সময়ের জন্য ঢাকার সময়ের সাথে নিদিষ্ট সময় যোগ বিয়োগ করে আপনার সেহরি ও ইফতারের সময় জেনে নেন।কিন্তু এই সমস্যা সমাধান করবে Megaminds Web & IT Solutions এর ডেভেলপ করা Apps of Ramadan -মাহে রমজান ২০১৬ নামের একটি এন্ড্রয়েড অ্যাপ।এই অ্যাপ আপনার এন্ড্রয়েড মোবাইলে ইনস্টল করে জিপিআরএস অন রাখলেই আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার স্থানীয় সময়ের সেহরি ও ইফতারের সময়সূচি।

এছাড়া এই অ্যাপে রয়েছে প্রতিদিন হাদীস নোটিফিকেশন, তসবীহ,রমজানের খাদ্যাভ্যাস সহ নানা নামের ফিচার।

যে স্থান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন

  • গুগল প্লে স্টোর
  • বাংলাদেশি অ্যাপ বেচা কেনার প্ল্যাটফর্মঅ্যাপবাজার

সৌজন্যে : প্রিয় টেক, প্রিয়.কম

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ফেসবুক কি বন্ধ হয়ে যাচ্ছে?

কমাশিসা প্রতিনিধি:: তোপের মুখে পড়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনেকের মনে এখন প্রশ্ন জেগেছে ...