মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৪২
Home / কুরআন / কোরআন যা বলে দিয়েছে ১৪০০ বছর আগে, তা বিজ্ঞানীরা বলছে এখন!

কোরআন যা বলে দিয়েছে ১৪০০ বছর আগে, তা বিজ্ঞানীরা বলছে এখন!

13322161_10209910416302790_8596530902852391515_nআতিকুর রাহমান::
বিজ্ঞানীরা বলছে: মাতৃগর্ভে মানব শিশু তিনটি পর্দা বা প্রাচীরের ভিতর অবস্থান করে। প্রাচিরগুলো হলো:
(১) Amniochoronic Membrane – এমনিয়করনিক মেমব্রেন বা ঝিল্লি
(২) Uterine Wall – ইউটেরাইন ওয়াল বা প্রাচীর
(৩) Anterior Abdominal Wall – ইন্টেরিয়র এবডোমিনাল ওয়াল বা প্রাচীর
সুবহান আল্লাহ। কোরআন ১৪০০ বছর আগে বলছে: সূরা আল-যুমার: ৬:
” তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্যে আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ‪‎ত্রিবিধ‬ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সাম্রাজ্য তাঁরই। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?”
‪‎বলুন‬: আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসুল সত্য, মৃত্যুর পরবর্তী জিন্দেগী সত্য, আল্লাহর জান্নাত সত্য, আল্লাহর জাহান্নাম সত্য।
আসুন‬ আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্ঠী ও চিরস্থায়ী জান্নাতের দিকে ধাবিত হই।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

মধুর উপকারিতা!

হাকীম আব্দুল গাফফার: ?আল্লাহ বলেন:-“মধুতে মানুষের জন্য রোগের প্রতিকার রয়েছে।” সূরা আন নহল ৬৯ ?আল্লাহই ...