শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:২৬
Home / দারস / ‘হাদিস’ শব্দের পরিভাষা পরিচিতি

‘হাদিস’ শব্দের পরিভাষা পরিচিতি

hadithশাব্দিক পরিচিতি : হাদিস আরবি শব্দ । এর আভিধানিক অর্থ নিম্মরূপ –

নতুন (যা কাদিম বা অনাদি এর বিপরীত), কথা, বাণী, বার্তা, সংবাদ, বিষয়, খবর, ইত্যাদি। ইসলামী পরিভাষায় হাদিস বলা হয় মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর কথা, কাজ ও মৌন সম্মতিকে। এক কথায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি্ ওয়া সাল্লাম এর নবুয়াতি জীবনের সকল কথা কাজ ও অনুমোদন এবং চারিত্রিক গুণাবলি, সৃষ্টিগত বৈশিষ্ট সবই হাদিসের অন্তর্ভুক্ত।

পারিভাষিক বা মুহাদ্দিসিনে কেরামের প্রামান্য সংজ্ঞা : হাফিজ সাখাভি (র.) বলেন, পরিভাষায় হাদিস বলা হয়, যা রাসূল সা. এর দিকে সম্বন্ধযুক্ত; চাই তার উক্তি হোক বা কর্ম বা অনুমোদন অথবা গুণ, এমনকি ঘুমন্ত অবস্থায় ও জাগ্রত অবস্থায় তার গতি ও স্থিতি। আল্লামা যফর আহমাদ উসমানি (র.) বলেন, রাসুল সা. এর নামে কথিত কখা, কাজ অনুমোদন ও গুণ বৈশিষ্টকে হাদিস বলা হয়। এমনকি কোন কোন হাদিস বিশারদ সাহাবীদের কথা, কাজ ও অনুমোদনকেও ব্যাপক অর্থে হাদীসের অন্তর্ভুক্ত গণ্য করেছেন।

উদাহরণ : মহানবী (সা.)ইরশাদ করেন, “যে অন্যের উপর দয়া করে না, আল্লাহ তায়ালাও তার উপর দয়া করেন না।” (বুখারি)

লেখক : মুফতি মনিরুল ইসলাম
শিক্ষা সচিব, জামিয়া ফারুকিয়া রওজাতুল উলুম মাদরাসা, মুন্সিগঞ্জ

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

ইসলামের উত্তরাধিকার আইন : একটি বিভ্রান্তির নিরসন

মুহাম্মদ আফসার মৃত ব্যক্তির রেখে যাওয়ার সম্পদের কুরআনিক বণ্টনরীতিকে শরয়ী পরিভাষায়- “ফারায়েয” বলে। “ফারায়েজ” বান্দার ...