মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:১৩
Home / কুরআন / কুরআন হিফয করার সবচে’ সহজ পদ্ধতি (১)

কুরআন হিফয করার সবচে’ সহজ পদ্ধতি (১)

সাঈদ হোসাইন

11908439_912737108808846_451366415401181580_nকুরআনে কারিম হিফয করা এটা প্রত্যেকের জন্য একটি মূল্যবান সম্পদ। আগ্রহী ব্যক্তিরা তা হিফয করার জন্যে প্রতিযোগিতা করে। কারণ, এটা আল্লহর কালাম, কেয়ামতের দিন তা বক্ষে ধারণকারীর জন্যে সুপারিশ করবে। এই ফজিলত ও মর্যাদা অর্জনের জন্যে কুরআন হিফয করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। আপনার সামনে একটি সহজ পদ্ধতি পেশ করছি; যা দ্রুত হিফযকরণ, হিফযটা পাকাপোক্ত ও পরিপক্ব হওয়া এই তিনো বৈশিষ্ট্যে পূর্ণ। সুরা জুমআর একটি পৃষ্ঠা থেকে উদাহরণ দিয়ে এই পদ্ধতিটি নিম্নে উল্লেখ করছি-
১- প্রথম আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
يُسَبِّحُ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ الْمَلِكِ الْقُدُّوسِ الْعَزِيزِ الْحَكِيمِ (١)
২- দ্বিতীয় আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ (٢)
৩- তৃতীয় আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
(٣) وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
৪- চতুর্থ আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ (٤)
৫- এই চারো আয়াত শুরু থকে শেষ পর্যন্ত একই সাথে ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন, যাতে এগুলোর মাঝে একটা সংযোগ থাকে।
৬- পঞ্চম আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
مَثَلُ الَّذِينَ حُمِّلُوا التَّوْرَاةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًا بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ (٥)
৭- ষষ্ঠ আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
قُلْ يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (٦)
৮- সপ্তম আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ (٧)
৯- অষ্টম আয়াতটি ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন-
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ (٨) تَعْمَلُونَ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ َ
১০- পঞ্চম আয়াত থেকে অষ্টম আয়াত পর্যন্ত একই সাথে ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন, যাতে এগুলোর মাঝে একটা সংযোগ থাকে।
১১- এবার প্রথম আয়াত থেকে অষ্টম আয়াত পর্যন্ত একই সাথে ২০ বার মুখস্থ পুনরাবৃত্তি করুন, যাতে এই পৃষ্ঠাটি পরিপক্বতার সাথে আয়ত্তে এসে যায়। এভাবে পুরো কুরআনের প্রতিটি পৃষ্ঠা হিফয করার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করুন। এক দিনে আট আয়াত বা এক পৃষ্ঠার চেয়ে বেশি হিফয করবেন না। কারণ, এতে হিফযকৃত অংশ অতিরিক্ত হওয়ায় ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-অনুদিত (চলবে….)

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...