শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:৩৮
Home / ওসি ঘুষ চাইলে বেঁধে রেখে খবর দিন : আইজিপি

ওসি ঘুষ চাইলে বেঁধে রেখে খবর দিন : আইজিপি

কমাশিসা ডেস্ক:: পুলিশের ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘কোনো ওসি ঘুষ দাবি করলে তাকে বেঁধে রেখে খবর দিন। তার পর ব্যবস্থা যা নেওয়ার নেব।’

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক ও মানব পাচারবিরোধী সচেতনতামূলক সভায় আইজিপি এ কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।police igp

মানব পাচার প্রসঙ্গে শহীদুল হক বলেন, ‘মানব পাচারকারীরা যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মানব পাচারের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাকে শুধু চাকুরিচ্যুতই করা হবে না, মামলা করে বিচারের আওতায় আনা হবে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের আইজি আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সকলের সামাজিক দায়িত্ববোধ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সকলকে ঐক্যবদ্ধভাবে মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান ও র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এ্যাডভোকেট রণজিৎ দাশ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...