রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:৪৭
Home / আকাবির-আসলাফ / তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন

তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!
13043811_966350870109867_1735150605922606959_nক্রমান্বয়ে চলে যাচ্ছেন আমাদের অভিভাকবৃন্দ!
সিলেট বিভাগের উলামায়ে কেরাগণের মাঝে পরিচিত এক নাম, হযরত মাওলানা শায়খ আব্দুল গণী হাড়িকান্দি আর নেই। হযরত বনর্ভী রাহ. এর সুযোগ্য খলিফা হযরত হাড়িকান্দি রাহ. মুহতামীম হাড়িকান্দি টাইটেল মাদরাসা জকিগঞ্জ সিলেট, আজ বিকাল ৫টায় সিলেট শহরস্থ বাসভবনে ইন্তেকাল করেন।

তাঁর ইন্তেকালের খবর শুনে জকিগঞ্জ সহ সিলেটের উলামা সমাজ ও সাধারণ জনতার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  আগামীকাল বুধবার বাদ জোহর বেলা ২টায় হাড়িকান্দি মাদরাসা ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে, ইনশা আল্লাহ। আমরা দোয়া করি, আল্লাহ তায়ালা যেন এই বুজুর্গ ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।12994451_966351326776488_5440291526152449462_n

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

পুলিশি নির্যাতনে হত্যার বিচার চাইবেন কার কাছে?

ডক্টর তুহিন মালিক: (১) মাত্র ১০ হাজার টাকার জন্য সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে রাতভর নির্যাতন ...