আন্তর্জাতিক ডেস্ক :: মুসলিম ব্রাদারহুড় ও মুরসি নিয়ে একটি উদ্যেগ গ্রহন করেছেন তুর্কী প্রেসিড়েন্ট এরদুগান। এরদুগান মুরসি সহ ব্রাদাহুড়ের অন্য নেতাদের মুক্তি ও রাজনৈতিক কর্মকান্ড করার আনুমতি দানের শর্তসাপেক্ষে মিসরের বর্তমান প্রেসিড়েন্ট আবদুল ফত্তাহ আল সিসি কে স্বীকৃতি দেওয়ার জন্য সম্মত হয়েছেন। মুসলিম বিশ্ব তথা সুন্নী জনগোষ্টীকে আরো ঐক্যবদ্ধ করার জন্য এরদুগান সিসির সাথে বিরোধ মিমাংসা করার ইংগিত দিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক একজন রিপোর্টার একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানান, পবিত্র দুই মসজিদের খাদেম ও মুসলিম বিশ্বের প্রধান অভিবাবক সৌদি বাদশা সালমান মিশর সফর শেষ করে বর্তমানে তুর্কী সফরে রয়েছে। সৌদি বাদশার মধ্যস্ততায় ব্রাদারহুড়-সিসি ও এরদুগানের মধ্যে বিরোধ মিমাংসার প্রকিয়া চলছে। মিশরের জনপ্রিয় কলামিষ্ট ইমাদ আদিব সাইদ এর উদৃতি দিয়ে মিডলইষ্ট মনিটর এ সংবাদ প্রকাশ করে। সূত্র. সময় বার্তা।
Tags মুক্তি পেতে যাচ্ছে মুহাম্মাদ মুরসি!
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...