শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:৩৩
Home / দেশ-বিদেশ / সৌদি পুলিশের ক্ষমতা হ্রাস

সৌদি পুলিশের ক্ষমতা হ্রাস

07অন্তর্জাতিক ডেস্ক :: সৌদিআরব কর্তৃপক্ষ দেশটির ধর্মীয় পুলিশের ক্ষমতা ছেটে দিয়েছে। দেশটিতে ‘মুতাওয়া’ নামে পরিচিত ধর্মীয় পুলিশ এখন থেকে আর কাউকে ধাওয়া বা আটক করতে পারবে না। নিউজ বিবিসির।

সৌদিআরবে ‘নৈতিকতার উন্নয়ন ও অধার্মিকতা প্রতিহত’ করার দায়িত্বপ্রাপ্ত কমিটি মুতাওয়াকে তাদের পর্যবেক্ষণ নিরাপত্তা বাহিনীকে জানিয়ে কাজ করতে হবে।

মানুষের সামাজিক আচার-আচরণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার জন্য দেশটির রাস্তায় টহল দেয় এই পুলিশ বাহিনী। প্রায়ই তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারে অভিযোগ উঠে।

গত ফেব্রুয়ারিতে রিয়াদে একটি শপিং মলের বাইরে এক নারীকে হয়রানি করার অভিযোগে এই এই বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৩ সালে দুই ভাই তাদের গাড়ির রেডিও বন্ধ করতে অস্বীকৃতি জানালে তাদের ধাওয়া করে মারাত্মক দুর্ঘটনা ঘটিয়েছিল মুতাওয়ার চার সদস্য। পরে অবশ্য তাদেরকে অভিযোগ থেকে খালাশ করে দেয় দেশটির আদালত।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...