মিজোরাম সীমান্তের কাছে মিয়ানমারের মাওলাইক অঞ্চলে। যা বাংলাদেশ সীমান্তেরও কাছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানাগেছে, ঢাকা থেকে ৪৬০ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্পের কেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ১২০ কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও সীমান্তবর্তী মিয়ানমার, ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও নেপালে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভুমিকম্পের সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকেই আহত হয়েছেন।
জানা যায়, এসময় চৈত্র সংক্রান্তি নিয়ে অনুষ্ঠান করছিলেন এটিএন বাংলার আলোচিত সাংবাদিক-উপস্থাপক মুন্নী সাহা। এসময় ভুমিকম্পের আতঙ্কে সেখানেও হুড়োহুড়ি বেঁধে যায়।
পাঠকদের জন্য দেওয়া হলো সেই ভিডিও: