বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১২:৪৭
Home / আকাবির-আসলাফ / আঞ্জুমানের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল কুররা মাওলানা আলী অাকবর সিদ্দিকী আইসিইউতে : দোয়া কামনা

আঞ্জুমানের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল কুররা মাওলানা আলী অাকবর সিদ্দিকী আইসিইউতে : দোয়া কামনা

12791049_1160189777367047_6805125082430200830_nকমাশিসা ডেস্ক :: আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি (ভানুগাছী হুজুর) শাইখুল কুররা মাওলানা আলী আকবর সিদ্দিক ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ অবস্থায় রয়েছেন। শারিরীক সমস্যা বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার তাকে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার দিনগত রাত ১২টার পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার আশুরোগ মুক্তির জন্যে উলামা-মাশায়েখ, ছাত্র-শিক্ষক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

আঞ্জুমানের সভাপতির পাশাপাশি জামিয়া তা’লীমুল কুরআন গোটাটিকর, সিলেট ও সরইবাড়ী ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদরাসা এবং ভানুগাছ জামিয়া তাজবীদুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...