শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৭:১২
Home / আকাবির-আসলাফ / শায়খুল হাদিস নামের শেষে নেজামী যোগ করে দেন

শায়খুল হাদিস নামের শেষে নেজামী যোগ করে দেন

idex
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মাওলানা মো. আবদুল লতিফ নেজামী। যিনি নেজামে ইসলাম পার্টিরও মহাসচিব। আসল নাম মো. আবদুল লতিফ। একসময় নেজামে ইসলাম পার্টি, জাগপা, এনপিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও মুসলিম লীগসহ কয়েকটি রাজনৈতিক দল মিলে গঠিত হয়েছিল সম্মিলিত সংগ্রাম পরিষদ। তখন এ জোটের মধ্যে অনেকের নামই আবদুল লতিফ ছিল। অনেকের মধ্য থেকে পার্থক্য করা যেত না তাকে। যেহেতু তিনি নেজামে ইসলাম পার্টি করতেন, তাই আল্লামা শায়খুল হাদিস আজিজুল হক তার নামের শেষে নেজামী যোগ করে দেন। সেই থেকে মাওলানা মো. আবদুল লতিফ নেজামী নামে ডাকা হয় তাকে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...