সাঈদ হুসইন ::
টাই পরিধানের বিধান
টাই সম্পর্কে আমাদের দেশে প্রসিদ্ধ একটি মত হল, এটি মূলত ক্রূশ। খ্রিস্টানরা তাদের বুকে ক্রূশের স্মৃতি ঝুলাত। কিন্তু আমি যথেষ্ট অনুসন্ধান করে এ কথার যৌক্তিকতা খুঁজে পাইনি। পোশাক সম্পর্কে ইতিহাস ভিত্তিক কিতাবাদিতে সব পোশাকের ইতিহাস তুলে ধরা হয়েছে। সেখানে টাই সম্পর্কে কোন আলোচনা খুঁজে পাওয়া যায়নি। সুতরাং যতদিন পর্যন্ত সত্য উদঘাটন না হবে, এটিকে খ্রিস্টানদের নিদর্শন আখ্যা দিয়ে হারাম বলা হতে বিরত থাকলাম। (সূত্রঃ সহজ দরসে তিরমিযী (বাংলা)- শাইখুল ইসলাম আল্লামা তকী উসমানী, আল কাউসার প্রকাশনী ২০০৭, ৫ম খণ্ড পৃষ্ঠা, ২৪৩ )