কমাশিসা বিদেশ ডেস্ক :: সৌদি আরবের প্রিন্সেস নোরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেশির ভাগই বিবাহিত পুরুষকে বিয়ে করতে প্রস্তুত। এই সংখ্যা ৬১ ভাগ। প্রিন্সেস নোরা ইউনিভার্সিটির এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। প্রিন্সেস নোরা ইউনির্ভাসিটি সৌদির রাজধানী রিয়াদে অবস্থিত। এটি দেশটির অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়। এছাড়া নারীদের বিশ্বের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়।
সমীক্ষায় টুইটার ব্যবহারকারীদের প্রশ্ন করা হয়, আপনি কি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করার পক্ষে? এ প্রশ্নে ৬১ ভাগ হ্যাঁ, ৩০ ভাগ না ও শতকরা ৯ ভাগ কোন মন্তব্য করেনি। এ বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছেন। শিক্ষাবিদ, লেখক ও আইনজ্ঞরা এর বিরোধিতা করেছেন। আবার অনেকে ছাত্রীদের এমন পছন্দকে সমর্থনও করেছেন।
ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ইমাম মোহাম্মদ বিন সাউদ বলেন, একাধিক বিয়ে করা ইসলামের যে পাঁচটি আইন আছে তার মধ্যে একটি। ইসলামে একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয়েছে। পুরুষ ও নারী দুজনের জন্যই কল্যাণ নিহিত আছে। এক্ষেত্রে যেমন একজন পুরুষ উপকৃত হন তেমনি নারীও।
তিনি আরো বলেন, যদি সব পুরুষ শিক্ষাবিদ, বিচারক, বিজ্ঞানী, আইনজীবী একজন স্ত্রীতে সীমাবদ্ধ থাকেন তাহলে নারীরা বেশি বঞ্চিত হবেন। একজন বিত্তশালী পুরুষ যদি একাধিক বিয়ে না করেন তাহলে ধর্মীয় নীতি অবমাননার শামিল।
তিনি আরো বলেন, একাধিক স্ত্রী ভরণ-পোষণে অর্থের দিক দিয়ে সামর্থবান হন তাহলে করতে হবে। তবে কেউ যদি সংকটে থেকে দিন অতিবাহিত করেন, দ্বিতীয় স্ত্রীর প্রতি নানা অবিচার করেন তাহলে তাকে ধর্মীয়ভাবে একাধিক বিয়ের অনুমোদন দেয়া হয় নি। তবে এটি জোর করার বিষয় নয়। ব্যক্তির পারিপার্শ্বিক অবস্থার ওপরও এটি নির্ভর করে। তবে যে পাঁচটি ইসলামি আইন পুরুষকে ভিত্তি করে করা হয়েছে তার অবস্থান ও ব্যক্তিত্বের নির্ভরশীল। আরব নিউজ।