রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১০:৫৫
Home / অনুসন্ধান / খুনীর ফাঁসি এবং মাওলানা শিব্বীর আহমদের নিঃশর্ত মুক্তি দাবীতে মানববন্ধন

খুনীর ফাঁসি এবং মাওলানা শিব্বীর আহমদের নিঃশর্ত মুক্তি দাবীতে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি :: ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক মাদরাসার টাকা আত্মসাৎ করে ধরা পড়ার ভয়ে আলামত ও সাক্ষী হিসেবে মাদরাসা ছাত্র সালমানকে যারা খুন করে,ছে তাদের অবিলম্বে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আসল রহস্য বের করা এবং সঠিক বিচারের দাবীতে উত্তাল বিশ্বনাথ। মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা শিব্বীর আহমদ ও পরিবারকে অযথা হয়রানী বন্ধ এবং নির্দোষ ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবীতে সারা সিলেটব্যাপী এখন টান টান উত্তেজনা বিরাজ করছে।

12583771_441984416012573_1180953910_n
জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মেধাবী ছাত্র সালমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ শিক্ষক মাওলানা বশির আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে বাসিয়া ব্রিজের উপরে মানববন্দ্বনের একাংশ

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...