বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:২০
Home / অনুসন্ধান / সেই ভাইটি শহীদ হয়ে গেল …!

সেই ভাইটি শহীদ হয়ে গেল …!

অলি উল্লাহ আরমান::

12549112_1961052027452545_328975548117111991_n
জামেয়া ইউনুসিয়া বি বাড়িয়া

12417997_1961052010785880_7807114203118219087_nব্রাহ্মণবাড়িয়ায় গতরাতে পুলিশের গুলিতে ঝাঝরা হওয়া আহত ভাই মাসউদ গতরাত ৩টায় মহান রবের ডাকে সাড়া দিয়ে শাহাদাতের অমীয় সুধা পানে ধন্য হয়েছে৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
তার শাহাদাতকে ঘিরে শব্দ-বাক্যের মিশেলে সুন্দর পোস্ট দিয়ে কি লাভ? যখন সত্য হচ্ছে, আমাদের এক ভাই নির্মম বুলেটের আঘাতে শহীদ হয়ে গেছে৷  এর কঠোর প্রতিবাদ এবং প্রতিকার হওয়া উচিত৷ মুফতী আমিনী রহঃ এর উত্তরসূরী এবং কথিত ‘ব্রাহ্মণবাড়িয়ার সিংহপুরুষে’র সাহসী ভূমিকা দেখতে চাই৷  আর স্থানীয় ভাইদের বলবো, স্রেফ গলাবাজিতে কোনোরূপ উস্কানিতে পা দেয়ার পূর্বে সতর্কতার সাথে ভেবে নিবেন৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...