
আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এই অভিযোগ করেন।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্রকে হত্যা করেছে। তারা দেশে উন্নয়নের কথা বললেও হচ্ছে শুধু দুর্নীতি।’
ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে নির্বাচনব্যবস্থাকে নষ্ট করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।