বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:১৫
Home / অনুসন্ধান / তানযিমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা সম্পন্ন

তানযিমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা সম্পন্ন

202আতিক নগরী :: বিয়ানিবাজার উপজেলার সারপার গ্রামের মরহুম হাফিয কেরামত আলী রহঃ’র শাগরেদ মরহুম হাফিয মাওলানা ফয়জুর রহমান প্রতিষ্ঠিত  তানযিমুল মাদারিস লি তাহফিজিল কুরআনিল কারীম বোর্ড’র চলতি বছরের কেন্দ্রীয় বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সারপার হাফিজিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৫ জন পর্যবেক্ষকের উপস্থিতিতে মোট ৩৫ টি মাদরাসার সাড়ে ৪শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বোর্ডের পরিচালক হাফিয মাওলানা মাহমুদুর রহমান ইমরান’র পরিচালনায় অনুষ্ঠিত এই পরীক্ষায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব মুড়িয়া ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান ও সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সভাপতি নজরুল ইসলাম, কুলাউড়ার সীমান্তের ডাক পত্রিকার পরিচালনা পর্ষদ’র অন্যতম সদস্য ফরহাদ চৌধুরী, সারপার মাদরাসার সদস্য আবদুল আহাদ হারই, সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার হিফজ শাখার মাহমুদুল হাসান মাখন, সারপার দাখিল মাদরাসার সহকারি সুপার মাওলানা কাওছার আহমদ, লন্ডন প্রবাসি মাওলানা সালেহ আহমদসহ আরো অনেকে।
এদিকে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া আঙ্গুরা মুহাম্মদপুর’র শিক্ষক হাফিয মাওলানা ফয়ছল আহমদ, টিকরপাড়া টাইটেল মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা নজমুল ইসলাম, নেছারুল কুরআন সড়কের বাজার মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা আলী হুসেন, আয়েশা হক জামে মসজিদ’র খতিব হাফিয মাওলানা ফুজাইল আহমদ,
মুরাদনগর টাইটেল মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা ফখরুল ইসলাম, জামিয়া ইসলামিয়া উমরপুর মাদরাসার শিক্ষক হাফিয মাওলানা জসীম উদ্দীন উমাইর প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সিলেটের পবিত্র মাটি আবারও কলংকিত হলো রায়হানের রক্তে!

পুলিশ ফাড়িতে যুবক হত্যা: সিলেটজোড়ে চলছে রহস্য! এলাকাবাসীর প্রতিবাদ!! সিলেট নগরীতে রায়হান নামক এক যুবকের ...