নাজমু চৌধুরী::
প্রতিপক্ষ কে হেয় করলে নিজের ইজ্বত বাড়ে না বরং দুর্নাম ছড়ায়। এইটুকুন বুঝে না কিছু সংখ্যক লোকজন। যে কারো চিন্তা-ভাবনা, আদর্শে ব্যবধান থাকতে পারে কিন্তু হিংসা, হাতাহাতি, মারামারি কোন কল্যাণ বহে আনে না। শত্রুতা বাড়ে, জাতির ভবিষ্যত আরো অন্ধকার, অনিশ্চিত হয়ে চলে ; সন্দেহ, নিরাপত্ত্বাহীনতা বাড়তে থাকে। শান্তির আরেক নাম- অন্য কে সহ্য করা, ভিন্নতা থাকা সত্বেও সহবস্থান করা.. বৃহৎত্তর মঙ্গলের জন্য। কখনো ব্যক্তি মানুষ নিজেদের পারিবারিক ভিন্ন মতাদর্শে্যর সদসে্যর সাথে বিরুধ নিষ্পত্তি করে থাকেন। সমাজ বা জাতীয় বিষয় হলে সহ্য করার ধৈর্য কমে যাওয়া উচিত নয়।