কমাশিসা ডেস্ক:
প্রচন্ড ধুলিঝড় বাতাস মেঘ তুফানে পবিত্র মক্কা শরিফে হজ্জপালন করতে আসা আল্লাহর মেহমানদের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হলো। প্রচন্ড বাতাসের ধাক্বায় সুউচ্চ ক্রেন ভেংগে পড়ে প্রায় ১০৭ সাতজনের মর্মান্তিক শাহাদত নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরো অনেক। এমন জনবহুল এবং গুরুত্বপূর্ণ সময়ে সৌদি কর্তৃপক্ষের আরো সর্তক থাকা উচিত ছিলো। বিশেষ করে হজ্জ মৌসুমে ক্রেন গুলো খুলে রাখা ছিলো যৌক্তিক। যারা হজ্জপালন করতে গেছেন তাদের পরিবার অধীর অপেক্ষায় থাকেন যে তাদের প্রিয়তম ব্যক্তি সহীহ সালামতে যেন ঘরে ফিরে আসেন। কিন্তু হতভাগ্য এই মেহমানদের আর ঘর ফেরা হলোনা। দেয়া যাবেনা তাদের অবুঝ সন্তানদের শান্তনা। আমাদের ভাষা নেই সেই শোকসন্তপ্ত পরিবারের কাছে কি বার্তা দিবো। এমন একটি দুর্ঘটনা যা কাম্য ছিলোনা। সৌদি সরকারের কাছে আমাদের আবেদন এমন ঘটনা যাতে আর না ঘটে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে। যারা শাহাদত বরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করছি। আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য আমরা সবাই মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি।
সুত্র: অনলাইন পত্রিকা।