টঙ্গীর তুরাগ নদীর তীরে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রাক প্রস্তুতিমূলক জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর চল্লিশ দিন আগে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।
পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে। এতে নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্য বিষয়ে দেশ-বিদেশের মুরুব্বিরা বয়ান করবেন।
ইজতেমা ময়দানের মুরুব্বিরা জানান, আগামী বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য জোড় ইজতেমার মাধ্যমে প্রাক প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয়। টানা পাঁচ দিন জোড় ইজতেমা শেষেই বিশ্ব ইজতেমার প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শুরু হবে।
ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, জোড় ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে তাবলীগ জামাতের লক্ষাধিক মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। তাদের মধ্যে বিদেশি মেহমানও রয়েছেন।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, জোর ইজতেমাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।