বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:২১
Home / ইউরোপ / লন্ডনে শপিং সেন্টারে সন্তানদের সামনে যৌনকর্মে লিপ্ত হওয়ায় মুসলিম দম্পতিকে জরিমানাসহ নিষেধাজ্ঞা আরোপ করলো কোর্ট

লন্ডনে শপিং সেন্টারে সন্তানদের সামনে যৌনকর্মে লিপ্ত হওয়ায় মুসলিম দম্পতিকে জরিমানাসহ নিষেধাজ্ঞা আরোপ করলো কোর্ট

মুসলিম নামধারী কুকুর কুকুরীর কান্ড !

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পশ্চিম লন্ডনের সবচেয়ে জসবহুল এলাকা শেফার্ড বুশে অবস্থিত ব্যস্ততম বৃহৎ শপিং মল ওয়েস্টফিল্ড সেন্টারে সন্তানের সামনেই যৌন কর্মে লিপ্ত হওয়ার অভিযোগে মুসলিম এক দম্পতিকে দোষী সাবস্থ করা করেছে লন্ডন হ্যামারস্মীথ আদালত। শুক্রবার তাদেরকে আর্থিক জরিমানার পাশাপাশি এম টোয়ান্টি ফাইভ এলাকায় আট সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে এই রায় দেয় হ্যামারস্মীথ ম্যাজিস্ট্রেট কোর্ট।

তবে ১১ ও ১২ নভেম্বর তার ইমিগ্রেশন শুনানিতে তিনি অংশ নিতে এম টোয়ান্টি ফাইভে আসতে পারবেন। আদালতের নির্দেশ না মানলে তাকে গ্রেফতার করে আবারো কোর্টে তোলা হবে। একই রায় কার্যকর হবে স্ত্রী আকিলার আলীর উপরেও। এছাড়াও তাদেরকে জনপ্রতি ৬০ পাউন্ড ভিক্টিম সারচার্জ এবং কোর্ট চার্জবাবদ আরো ১শ ৮০ পাউন্ড পরিশোধ করার নির্দেশ দিয়েছেন কোর্টের ম্যাজিষ্ট্রেট।

কোর্ট সূত্রে জানা গেছে, সাউথ ওয়েলসের নিউপোর্টের বাসিন্দা ২৫ বছর বয়সের আকিলা আলি এবং তার স্বামী ২৬ বছর বয়সের ফাহাদ বিলাল তাদের ৩ ও ৫ বছরের দুই সন্তান নিয়ে গত ২৩ শে জুলাই ডে আউটের অংশ হিসাবে ওয়েস্ট লন্ডনের শেফার্ড বুশের ওয়েস্টফিল্ট শপিং সেন্টারে যান।

গর্ভবতী আকিলা এবং তার স্বামী সন্ধ্যা ৮টার পরে শপিং সেন্টারের প্রথম ফ্লোরে লিফটের পাশে এবং ইলেভেটরের সামনে একটি সোফায় বসে একে অন্যকে গভীর চম্বনের পাশাপাশি নানা কায়দায় প্রায় ১০ মিনিটের বেশি তারা যৌনকর্মে লিপ্ত হন। পাশে থাকা তাদের সন্তানদের কথাও তারা ভুলে যান এ সময়। ৩ বছর ও ৫ বছর বয়সের সন্তানের ডাকে তাদের সম্বিত ফিরে আসে। শপিং সেন্টারের সিসিটিভি ক্যামেরায় এসব দৃশ্য ধরা পড়ে।westfield

গত ২২শে অক্টোবর এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে আদালতে স্বামী ফাহাদ এবং স্ত্রী আকিলা তাদের দোষ স্বীকার করেন। শুক্রবার রায় ঘোষণার সময় হ্যামারস্ম্রীথ ম্যাজিস্ট্রেইট কোর্টে স্বামী ফাহাদ ও স্ত্রী আকিলা আলী নিজেই নিজের পক্ষে প্রতিনিধিত্ব করেন। আদালতে বিচারক স্বামী ফাহাদ বিলালকে আট সপ্তাহের জন্য এ টোয়ান্টি ফাইভ এলাকা সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...