শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ২:০৭
Home / কবিতা-গল্প / স্বাধীন বাংলার মহান স্বাধীনতা যেন আজ ভুলুণ্ঠিত।

স্বাধীন বাংলার মহান স্বাধীনতা যেন আজ ভুলুণ্ঠিত।

স্বাধীনতা

রশীদ আহমদ ::

স্বাধীনতা তুমি আজ যেন কেবলই নির্বাক রঙ বাহারি সচিত্র প্রতিবেদন।
স্বাধীনতা তুমি কেবলই নষ্ট রাজনীতির বাণিজ্যিক বিজ্ঞাপন ?
স্বাধীনতা তুমি কি ছেলে, স্বামী আর পিতাহারা স্বজনদের চিরস্থায়ী দুঃখময় ক্রন্দন।
স্বাধীনতা তুমি কি রাতের আঁধারে ক্ষমতা ভাগাভাগির অশ্লীল আলাপন ?
স্বাধীনতা তুমি কি আজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নিত্যদিনের জ্বালাতন ?
স্বাধীনতা তুমি কি আজ লাল-সবুজের পতাকার মর্যাদা হানির মূলোৎপাটন ?
নাকি কেবলই সারি সারি বেওয়ারিশ লাশ ঢেকে রাখা চাপ চাপ রক্তের চাদর।

লেখক : কমাশিসা নিউইয়র্ক প্রতিনিধি

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...