স্বাধীনতা তুমি আজ যেন কেবলই নির্বাক রঙ বাহারি সচিত্র প্রতিবেদন।
স্বাধীনতা তুমি কেবলই নষ্ট রাজনীতির বাণিজ্যিক বিজ্ঞাপন ?
স্বাধীনতা তুমি কি ছেলে, স্বামী আর পিতাহারা স্বজনদের চিরস্থায়ী দুঃখময় ক্রন্দন।
স্বাধীনতা তুমি কি রাতের আঁধারে ক্ষমতা ভাগাভাগির অশ্লীল আলাপন ?
স্বাধীনতা তুমি কি আজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নিত্যদিনের জ্বালাতন ?
স্বাধীনতা তুমি কি আজ লাল-সবুজের পতাকার মর্যাদা হানির মূলোৎপাটন ?
নাকি কেবলই সারি সারি বেওয়ারিশ লাশ ঢেকে রাখা চাপ চাপ রক্তের চাদর।
লেখক : কমাশিসা নিউইয়র্ক প্রতিনিধি