আন্তর্জাতিক ডেস্ক :: ২৬ অক্টোবর ২০১৫ঃ আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে। এ পর্যন্ত আফগানিস্তান ও পাকিস্তানে ১২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানে ১০৫ জন এবং আফগানিস্তানে ২৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে ডন ও আফগানিস্তান টাইমস। শত শত আহত মানুষকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডনের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পে পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া ও ফাতায় ৯৬ জন, পাঞ্জাবে ৫ জন, আজাদ কাশ্মীরে ১ জন এবং গিলগিট বেলিসিস্তানে ৩ জন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার বিকাল তিনটা ৯ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫। এর উত্পত্তিস্থল ছিল আফগানিস্থানের জারম থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১২ কিলোমিটার গভীরে।