শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:৪৭
Home / প্রতিদিন / দেশব্যাপী “হিফজুল হাদীস” প্রতিযোগিতার সিলেট বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশব্যাপী “হিফজুল হাদীস” প্রতিযোগিতার সিলেট বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেট বিভাগে মাওলানা এহতেশাম ক্বাসিমী ১ম ও রেজাউর রহমান রেজার ২য় স্থান অর্জন।


কমাশিসা 01ইলিয়াস মশহুদ, বার্তা বিভাগীয় প্রধান :: সৌদি দুতাবাস কর্তৃক দেশব্যাপী হিফজুল হাদীস প্রতিযোগিতার অংশ হিসেবে আজ সিলেট বিভাগীয় প্রতিযোগতা সিলেটের পাঠানটুলাস্থ জামেয়ায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নন্দিত লেখক, গবেষক, বিশিষ্ট আলেমে দ্বীন, জামেয়া রেঙ্গা ও দারুল উলূম দেওবন্দের ফাযিল, জামিয়া দারুল কুরআন সিলেট’র সিনিয়র মুহাদ্দিস হাফিয মাওলানা এহতেশামুল হক ক্বাসিমী সিলেট বিভাগে ১ম স্থান অর্জন করে চূঁড়ান্ত পর্বের জন্য ইয়েস কার্ড পেয়েছেন।

কমাশিসা 02২য় স্থান অর্জন করেছেন জামিয়া দারুল কুরআনের ছাত্র হাফিয রেজাউর রহমান রেজা। আগামি ০৯ নভেম্বর ঢাকায় সাত বিভাগের ৫ জন করে মোট ৩৫জন প্রতিযোগি নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
মাওলানা এহতেশাম ক্বাসমীর এ বিজয়ে অভিনন্দর জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা
হাবীবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, কমাশিসার সম্পাদকমণ্ডলীর সভাপতি খতিব ও গবেষক তাজুল ইসলাম, সম্পাদক আবুল কালাম আজাদ, রেনেসা সাংস্কৃতিক ফোরামের সভাপতি কে এম আবুল কালাম আজাদ।

কমাশিসা 03

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...