রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:২৭
Home / খোলা জানালা / কওমি মাদরাসা ও কাচের ঘর

কওমি মাদরাসা ও কাচের ঘর

Komashisa-Logoআবুল কালাম আজাদ ::

# কওমি মাদরাসা শিক্ষা সংস্কার আন্দোলন বাংলাদেশ ‘কমাশিসা’। কমাশিসা বলছে কওমি মাদরাসার উন্নয়নের কথা, প্রয়োজনীয় সংস্কারের কথা, সমস্যার কথা, সম্ভাবনার কথা। চিহ্নিত করছে গ্যাপ আর অন্তরায়সমূহ। পরামর্শ দিচ্ছে গঠনমূলক।
# www.komashisha.com সাইটে কওমি ঘরানার লেখকদের প্রাধান্য দেয়া হচ্ছে। যারা নবীন লেখক তাদের উতসাহিত করছে। যারা মোটেই লিখতে জানেন না; তাদের টিপস দিচ্ছে।
# কমাশিসা সাইটে লেখার বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পাচ্ছে কওমি মাদরাসার সিলেবাস সংস্কার, মাদরাসার উন্নয়নের রূপরেখা, আহলে হাদীস নামধারী সালাফী-লামাযহাবীদের ভ্রান্ত মতবাদ তুলে ধরা, ইসলামের নামে শিয়া ইসলামের আসল রহস্য বা তাদের কার্যকলাপ সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করা সহ বিভিন্ন ভ্রান্ত মতবাদের মুখোশ উন্মোচন করা।
# আরও প্রাধান্য পাচ্ছে মাদরাসাসমূহের বোর্ড-এর ঐক্যের প্রচারণা, কওমি মাদরাসার সফলতা প্রচার করা, ব্যর্থতার কারণ খুঁজে বের করে গঠনমূলক সমালোচনা বা পরামর্শভিত্তিক আর্টিকেল প্রকাশ করা।
# আরেকটি বিষয় আমরা খুবই গুরুত্বসহকারে নিয়েছি। সেটা হচ্ছে আমাদের আকাবির-আসলাফের জীবনী প্রকাশ। কারণ, ‘যে জাতি তার ইতিহাস জানে না; সে জাতি কখনও ‍উন্নতি করতে পারে না’। তাই আমাদের আকাবির-আসফলাফদের জীবনী বা তাদের নিয়ে গবেষণাধর্মী ইতিহাসভিত্তিক লেখাগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি। আমাদের লক্ষ্য, প্রতি একশজন আকাবিরদের জীবনী নিয়ে কমাশিসা পাবলিকেশন্স থেকে জীবনীগ্রন্থ প্রকাশ করা। যদি আল্লাহর ইচ্ছা হয়; ইনশাআল্লাহ।
# সবচেয়ে বড় ব্যাপার হল অনলাইনে আমাদের কওমি অঙ্গনের উল্লেখযোগ্য এমন কোনো কাজ আমাদের নজরে আসেনি; তাই আমরা চাই কওমিদের কথা বলার অন্তত একটি জায়গা হোক। যেখানে তারা প্রাণ খোলে কথা বলতে পারে; বলতে পারে মনের সুখ-দু:খ। পরামর্শ দিতে পারে উন্মুক্তভাবে। এছাড়াও অনেক বিষয় আছে, আপনারা আমাদের wwww.komashisha.com সাইট ভিজিট করলে বুঝতে পারবেন।

# উপরে বর্ণিত বক্তব্যগুলো প্রয়োজন না হলেও বারবার আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু দু:খের বিষয়, কিছু ভাই কমাশিসার বিরুদ্ধে ধারাবাহিক লিখে যাচ্ছেন। আমরা তাদের লেখার বিরোধী নই; বিরোধিতা অন্য জায়গায়, যেখানে তিনি কমাশিসা সম্পর্কে নূন্যতম ধারণা রাখেন না; তিনি কোন যুক্তির ভিত্তিতে কমাশিসার বিরুদ্ধে ধারাবাহিক লিখে যাচ্নছেন? এমনও দেখা যাচ্ছে কমাশিসার কোনো কোনো দায়িত্বশীলের নামে ফেইক আইডি খুলে নোংরা ভাষায় স্ট্যাটাস-কমেন্ট প্রসব করে নিজেকে দ্বীনের খাঁটি দা’য়ী ভাবছেন ! কমাশিসার বিরুদ্ধে অপবাদ রটাচ্ছেন, তুহমত দিচ্ছেন। অসত্য কথা বলছেন। কখনও শিয়া, কখনও মওদুদী আবার কখনও বিদেশিদের দালাল বলছেন! যারা এগুলো বলে বেড়াচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন, তারা কি বুকে হাত দিয়ে একটিবার ভাবছেন যে, আসলে কী করছেন?

# কিছু ভাইকে দেখা যায়, কওমি মাদরাসা নিয়ে কিছু বললে বা লিখলে অথবা কোনো ধরনের পরামর্শ-গঠনমূলক সমালোচনা করলেই রেগে যান। তিনি বলতে চান, এগুলো ঘরের সমস্যা, ঘরে সমাধান হোক। এগুলো মিডিয়ায় আসা উচিত নয়। কোনো কোনো সময় তো তিনি এমন ভাব ধরে বক্তব্য দেন বা বুঝাতে চান যে, কওমি মাদরাসায় বর্তমানে যা হচ্ছে তা সরাসরি ওহীপ্রাপ্ত। এখানে কোনো ধরণের পরিবর্তন-পরিবর্ধন করা তো দূর কী বাত কথা বলাই নাজায়েয।

# আমরা কারো পক্ষে নই; হোক কোনো বোর্ড বা প্রতিষ্ঠান। আমরা কওমি মাদরাসার পক্ষে, আমরা ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। আমরা সালাফী নই, শিয়া নই, মওদুদী নই, লামাযহাবী নই, ভ্রান্ত আকিদায় বিশ্বাসী নই। আমাদের কাজে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাআত।

# লেখাটি আর লম্বা করতে চাচ্ছি না। ইতোমধ্যে হয়তো অনেকে বিরক্তিবোধ করছেন। শুধু দুটি বাক্য বলে লেখাটি শেষ করব-
১. ‘আপনি কওমির সন্তান হয়ে কওমি মাদরাসা নিয়ে যদি ফিকির না করেন, তাহলে কী ওলামালীগ আর শাহবাগী, শামীম আফজলরা করবে’?
২. ‘কওমি মাদরাসার কোনো কাচের ঘর নয় যে, সামান্য নুড়ি পাথরের আঘাতে ভেঙ্গে পড়বে।’

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...