রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:৪৯
Home / কবিতা-গল্প / মাদারিসে ক্বওমিয়া

মাদারিসে ক্বওমিয়া

দেওবন্দ
ডালিম তলার মাহমুদ’দের সন্তানরা বেঁচে আছে
বেঁচে আছে ইলমে ওহীর বাহক মাদারিসে ক্বওমিয়া।
পরাশক্তি ইস্টইন্ডিয়া কোম্পানি ধ্বংস হয়ে গেছে
ধ্বংস হয়েগেছে তাদের সৌর্য বীর্য প্রতাপ আত্মগরিমা।
যাদের সম্রাজ্য আকাশে কভু সূর্য অস্থ যেতো না
সেই তাদেরই অস্তগামী করেছে মাদারিসে ক্বওমিয়া।
যাদের হুংকারে সন্ত্রস্থ ছিলো বিশ্বের সকল শক্তি
সেই তাদেরই তাড়িয়ে দিয়েছে মাদারিসে ক্বওমিয়া।
আমি ধন্য, আমি গর্বিত, করি শুকরিয়া আল্লাহর
আমি সেই ঐতিহ্যবাহী মাদারিসে ক্বওমিয়ার সন্তান।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...