হাকীম সৈয়দ আনোয়ার আবদুল্লাহ ::
কোরআন নিয়ে ভালবাসা আর আগ্রহের শেষ নেই বিশ্বব্যপি। বাংলাদেশের যুবক হুমায়ূন শিকদার। ঘটনাটি হয়তো বিশ্ব মিডিয়াতে ঝড় তুলতে নাও পারে। তবে আমরা তার এই প্রেমময় কাজকে ছড়িয়ে দিতে পারি বিশ্বব্যাপি। একজন সাধারন যুবক কোরআনের প্রতি কতোটা ভালবাসা নিয়ে ৮০০ পৃষ্ঠার, ৩ লক্ষ ২০ হাজার ২ শত ৬৭ অক্ষর, ৮৬ হাজার ৪৩০ শব্দ, ৬৬৬৬ আয়াত, ১১৪ টি সূরা তিনি নিজ হাতে কালি কলম দিয়ে লিখেছেন।
তার হাতে লিখা কোরআনের বড়ো বৈশিষ্ট হলো যে এর স্বাভাবিক সাইজ দেখতে বাজারে ছাপা হওয়া সাধারন কোরআন শরীফের মতো। হুমায়ূন শিকদার সুমন পেশাতে একজন ফামাস্টি। থাকেন ঢাকার নিউমার্কেটে। গ্রামের বাড়ি বরিশালের বাকেরগণ্জে। তার হাতের লেখা কোরআন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে কথা বলতে পারেন, কোরআনের আইডল হুমায়ূন ভাইর সাথে।
তাঁর নাম্বার, ০১৭২৭ ৯৩৫৩২১, ০১৯২২ ১৮৭০৫৫