মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:১০
Home / পরামর্শ / দৈনন্দিন কাজের জন্য পরিকল্পনা করুন

দৈনন্দিন কাজের জন্য পরিকল্পনা করুন

তামিম komashishaতামিম আনোয়ার ::

সময় মানুষের জন্য এক মহা মূল্যবান সম্পদ। এর যথাযত ব্যবহার ব্যংকের অর্থের মত। কঠোর শৃংখলার মধ্যে সময়কে ব্যবহার করা উচিত। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যে সব জাতি সময়ানুবর্তি যারা অহেতুক সময় নষ্ট করেনা, জীবনের প্রতিটি ক্ষণকে কাজে লাগায়, তারা সমৃদ্ধি লাভ করেছে। প্রক্ষান্তরে যে জাতি অচল, গতিহীন, সে জাতির মোটেও কল্যাণ সাধিত হয়না।
হাদিসে আছে, কিয়ামতের দিন চারটি প্রশ্নের উত্তর না দিয়ে কোন বান্দা জায়গা থেকে পা সরাতে পারবে না।তামিম komashisha 01
১. তার জীবন কাল সম্পর্কে, তা কিসে শেষ করেছ;

২. তার যৌবন কাল সম্পর্কে, তা কিসে ক্ষয় করেছে;

৩. তার সম্পদ সম্পর্কে, তা সে কিসে ব্যায় করেছে;

৪.তার আমল সম্পর্কে, কি সে অর্জন করেছে। কাজেই ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করুন এবং দৈনন্দিন কাজ পরিকল্পনা মাফিক করুন।

শিক্ষার্থী; জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেট

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...