রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:১৬
Home / প্রশিক্ষণ / ইলমে দ্বীন অর্জন করার মূল দায়িত্ব কার ?

ইলমে দ্বীন অর্জন করার মূল দায়িত্ব কার ?

কমাশিসা 012শাহ আবদুস সালাম ছালিক ::

ইলমে দ্বীন অর্জন করার মূল দায়িত্ব যাদেরকে আল্লাহ পার্থিব সচ্ছলতা দান করেছেন, যাদের চাকরির প্রয়োজন নেই, আয়-রোজগারের চিন্তা নেই; তাদের দায়িত্ব হল পণ্ডিত আলেম হওয়া। কেননা, বর্তমানে যারা ইলম অর্জন করছেন তাদেরকে অতি দ্রুত পরিবার-পরিজনদের ভরণ-পোষণের চিন্তা করতে হয়। এজন্য তারা পরিপূর্ণভাবে ইলমের গভীরে পৌছতে পারেন না।

আফসোস যাদের সুযোগ রয়েছে এবং গোটা জীবন ইলমের ময়দানে পড়ে থাকা সহজ তারাই ইলমে দ্বীনের ব্যাপারে সবচেয়ে বেশি অমনোযোগী। যদি তারা মনোযোগী হত তাহলে দেখা যেত দুনিয়াতে কেমন বড় বড় আলেম তৈরি হচ্ছে।

কে চাঁদা কালেকশন করবে ?? আমার মতে চাঁদা কালেকশন করবেন সমাজের ধনী শ্রেণির মুসলমান। কেননা ধনীরা নিজেরাও চাঁদা দেন। তারা চাঁদা কালেকশন করলে কোনো আপত্তি উঠবে না। আর আলেমগণ যেহেতু নিজেরা চাঁদা দেন না বা তুলনামূলক কম দেন, তাই সন্দেহ জাগতে পারে যে, সম্ভবত নিজেরা খাওয়ার জন্য কালেকশন করছেন। (এই মূল্যবান কথাগুলো কে বলছেন জানতে চান?? তিনি হলেন আমাদের অন্যতম আকাবির হাকীমুল উম্মত থানবী (রহ)। উনার ঝরানো মুক্তা থেকে সংগৃহীত উপরের কয়েকটি লাইন।)

সূত্র- কালিমাতুল হক-৪৬ এবং আত তাবলীগ, তা’লীমুত তা’লীম-২১/১৮৩

লেখক : শিক্ষক, চিন্তক

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...