আঘাত শুধুই আঘাত
দেশের সম্পদ লূঠ করে খায়
ডাকাত ওরা ডাকাত,
তাই ওদের তরে বরাদ্ধ ভাই
আঘাত শুধুই আঘাত।
চোখটি বুঝে, মূখটি গুজে
থাকবি কতো কাল???
দেশটা মোদের চুশে খেলো
ঐ শকুনের পাল!!!!
পুলিশ ফাড়িতে যুবক হত্যা: সিলেটজোড়ে চলছে রহস্য! এলাকাবাসীর প্রতিবাদ!! সিলেট নগরীতে রায়হান নামক এক যুবকের ...