বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:৫৯
Home / মানবাধিকার / বাংলাদেশ বাক-স্বাধীনতাসহ অন্যসব মানবাধিকার নিশ্চিত করতে বলল জাতিসংঘ : বিদেশি হত্যার নিন্দা

বাংলাদেশ বাক-স্বাধীনতাসহ অন্যসব মানবাধিকার নিশ্চিত করতে বলল জাতিসংঘ : বিদেশি হত্যার নিন্দা

UN_2বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার নিন্দা জানিয়ে খুনিদের খুঁজে বের করার আহবান জানিয়েছে জাতিসঙ্ঘ। মঙ্গলবার জাতিসঙ্ঘের মুখপাত্রের দেয়া বিবৃতিতে এই আহ্বান জানিয়ে আশা প্রকাশ করা হয়, বাংলাদেশ সরকার অনতিবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে।
বিবৃতিতে বাংলাদেশ সরকারকে এমন একটি পরিবেশ নিশ্চিত করার আহবান জানানো হয় যাতে দেশটিতে বসবাসকারী সকল মানুষ বাক-স্বাধীনতাসহ অন্যসব মানবাধিকার নির্বিঘ্নে উপভোগ করতে পারে এবং ভয়মুক্তভাবে চলাফেরা করতে পারে।

সুত্র:অনলাইনপত্রিকা

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

এখন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও পাবেন ৫% সুদের গৃহঋণ

কমাশিসা: সরকারি চাকরীজীবিদের মত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদেরও গৃহ নির্মাণে ৫ শতাংশ ...