বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:২৮
Home / আমল / তিনটি জিনিস সম্পর্কীয় …

তিনটি জিনিস সম্পর্কীয় …

সংগ্রহে: Naim Uddin

10885571_1522523111342081_6714589285822347842_n

 

 

 

 

 

 

→৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১. নদীর পাড়ের বাড়ি
২. ব্রেক ছাড়া গাড়ি
৩. পর্দা ছাড়া নারী।
→তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
→তিনটি জিনিস ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
→তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১) সু-সন্তান
(২) সদকা
(৩) ইলম।
→তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১) চুরি
(২) চোগলখুরী
(৩) মিথ্যা।
→তিনটি জিনিস পেরেশানিতে রাখেঃ
(১) হিংসা
(২) অভাব
(৩) সন্দেহ।
→তিনটি জিনিসকে সর্বদা মনে রেখঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
→তিনটি জিনিস কে আয়ত্বে রেখঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) অন্তর।
→তিনটি জিনিস অভ্যাস করঃ
(১) নামাজ
(২) সত্য বলা
(৩) হালাল রিযিক।
→তিনটি জিনিস থেকে দূরে থেকঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
→তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করঃ
(১) কলম
(২) কসম
(৩) কদম
‘দয়া করে মূল্যবান পোষ্টটা পড়া শেষ হলে শেয়ার করুন’ এবং সকল কে জানার ও শিক্ষার সুযোগ করে দিন ।

মাওলানা নাঈম উদ্দীন, শিক্ষক গহরপুর মাদরাসা,সিলেট।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বাবা, ভাই ও ছেলের হাতেই মুসলিম নারীরা বঞ্চিত হয়েছে বেশি

শাইখ আবদুস সালাম আজাদী: -“সালাম ভাই, ঈদের দিনে আপনাকে এইভাবে বলছি বলে রাগ কইরেন না”। ...