কমাশিসা নিউজ: প্রাণঢালা অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রীকে। অভিনন্দন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। মাননীয় সাংসদ গণকে জানাই মোবারকবাদ। বিশেষ করে হজরতুল আল্লাম আহমদ শফি হুজুর এবং আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ সহ সকল উলামা ও মাশায়েখ বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লামা আহমদ শফি হজরতের অসামান্য উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকল উলামার প্রচেষ্টা এবং বেফাকের সহায়তা নিয়ে আসলো আমাদের কাংখিত ফলাফল। আজ মহান সংসদে কওমি সনদের বিল পাস হলো। ইসলামিক স্টাডি ও এরাবিকের উপর মাস্টার্স সমমান করে বিল পাস করে গোটা জাতির বহুদিনের আশা আকাংখার প্রতিফলন ঘটেছে বলে আমরা মনে করি। আমরা আশাকরি এই স্বীকৃতি ৫০ লাখ কওমি শিক্ষার্থীদের জীবনে নিয়ে আসবে অসামান্য উন্নতি ও অগ্রগতি। ধাপে ধাপে এই স্বীকৃতিকে আরো কার্যকর ও সুসংহত করতে সংশ্লিষ্ট উলামাগণ বলিষ্ট ভুমিকা পালন করবেন বলে আমরা আশাবাদি। এইদেশকে যারা নাস্তিকতার আখড়ায় পরিণত করতে চায় তাদের স্বপ্ন আর পুরণ হবেনা ইনশাআল্লাহ।
Home / কওমি অঙ্গন / মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রেখেছেন, শিক্ষামন্ত্রী মহুদয় ওয়াদা পুরা করেছেন।
এটাও পড়তে পারেন
কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ
খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...