মোহাম্মাদ ইকবাল হোসাইন:
তাকে অত্যন্ত দূরদর্শী মনে হয়ে।
ড্যাম/ বাধ নির্মাণের জন্য ১৪ বিলিয়ন রুপি দরকার তা সে প্রবাসী পাকিস্তানিদের কাছ থেকে হাত পেতে নিয়ে নিচ্ছেন।২ বিলিয়ন রুপি! এক প্রবাসী একাই ১ বিলিয়ন রুপি দান করেছেন। ইমরান খান ১০০ ডলার করে দান করার আহবান জানানোর পর প্রধানমন্ত্রীর তহবিলে অব্যাহতভাবে অর্থ জমা করেই যাচ্ছে প্রবাসী পাকিস্তানিরা।
তাকে ক্যারিশম্যাটিক লিডার বলার সময় এখনও আসেনি। তবে জাতির জন্য সে হয়তো বা এমনই হতে চেষ্টা চালাচ্ছে।
যে সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে সবসময় দৌড়ের উপর রাখে সে সেনাবাহিনীর পকেট থেকে ১ বিলিয়ন রুপি তার প্রধানমন্ত্রীর তহবিলে ঢুকিয়ে ফেলেছে।
যেখানে আমাদের সরকার প্রধানেরা ক্রমাগতভাবে সরকারি কর্তাদের বেতন ভাতা ও সুবিধাদি বাড়িয়ে তাদেরকে খুশ মেজাজে রেখে যাচ্ছেন সেখান ইমরান তা কমিয়ে দিচ্ছেন। দুঃসাহসিক পদক্ষেপ বটে। যাই হোক আপাতদৃষ্টিতে সাধুবাদ তার নীতিতে। আর আফসোস নিজেদের জন্য।