মোহাম্মাদ ফায়সাল::
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার দেখে কারও মনে হিংসা না জম্মানোটাই ভাল । ‘গালফ শিল্ড-১’ এই মহড়া এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর অংশ গ্রহন।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ বলেছেন, এই যৌথ সামরিক মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের খুবই গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এই মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সামরিক সম্পর্কের এক নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। অবশ্যই বাংলাদেশের দিক থেকে এটি একটি অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত। উল্লেখ্য, সৌদি আরবের সঙ্গে কাজ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর যথেষ্ট সুযোগ রয়েছে।
আরেকজন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) হেলাল মোরশেদ খান বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী একটি উঁচু সম্মান অর্জন করেছি।