বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৬:২৯
Home / আন্তর্জাতিক / কুফর আর ইসলামের মাঝে মানবিক পার্থক্য!

কুফর আর ইসলামের মাঝে মানবিক পার্থক্য!

ছবিটির দিকে লক্ষ করুন। উপরের ছবিটি হল তুরুস্ক এবং ফ্রি সিরিয়ান আর্মির যৌথ অপারেশন আফ্রিন শেষ করার পর ছবিটি |

আর নিচের বাম পাশের ছবিটি হল এমেরিকা এবং এমেরিকার সমর্থিত ইরাকি শিয়া সরকার ইরাকের রাক্কা সহর ধংস করার চিত্রি |এবং নিচের ডান পাশের ছবিটি হল ঐ একই শয়তান এমেরিকা এবং তাদেরই যারজ ভাই শিয়াদের দারা ইরাকের মসুল ধংস করার চিত্রি |
আফ্রিনের ছবিটি দেখে মনে হবে জেন ওখানে কুন যেন কুন কিছুই হয়নি | অথচ ওখানে ISIS থেকেও বড় সন্ত্রাশি PKK PYD সন্ত্রাসিদের উৎখাত করে দিয়েছ তুরুস্ক এবং ফ্রি সিরিয়ান আর্মিরা,| আফ্রিন শহরটা দেখলে মনে হয় যেন ওখানে কিছুই হয়নি |আর মসুল আর রাক্কার কথা কি আর বলার আছে তাত ছবিতেই দেখা যাচ্ছে |

সু্ত্র: ইসলামিক  ইউনিটি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...