ছবিটির দিকে লক্ষ করুন। উপরের ছবিটি হল তুরুস্ক এবং ফ্রি সিরিয়ান আর্মির যৌথ অপারেশন আফ্রিন শেষ করার পর ছবিটি |
আর নিচের বাম পাশের ছবিটি হল এমেরিকা এবং এমেরিকার সমর্থিত ইরাকি শিয়া সরকার ইরাকের রাক্কা সহর ধংস করার চিত্রি |এবং নিচের ডান পাশের ছবিটি হল ঐ একই শয়তান এমেরিকা এবং তাদেরই যারজ ভাই শিয়াদের দারা ইরাকের মসুল ধংস করার চিত্রি |
আফ্রিনের ছবিটি দেখে মনে হবে জেন ওখানে কুন যেন কুন কিছুই হয়নি | অথচ ওখানে ISIS থেকেও বড় সন্ত্রাশি PKK PYD সন্ত্রাসিদের উৎখাত করে দিয়েছ তুরুস্ক এবং ফ্রি সিরিয়ান আর্মিরা,| আফ্রিন শহরটা দেখলে মনে হয় যেন ওখানে কিছুই হয়নি |আর মসুল আর রাক্কার কথা কি আর বলার আছে তাত ছবিতেই দেখা যাচ্ছে |
সু্ত্র: ইসলামিক ইউনিটি।