বুধবার, ৮ই মে, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:৪৩
Home / প্রশিক্ষণ / কমলগঞ্জে ছাত্র মজলিসের কমিটি গঠন

কমলগঞ্জে ছাত্র মজলিসের কমিটি গঠন

komolganj cm 1

দেলোয়ার হোসাইন সভাপতি, সালমান আহমদ সেক্রেটারি

সময়ের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় মজলিস দায়িত্বশীলদের সবসময় প্রস্তুত থাকতে হবে

-মুহাম্মদ এহসানুল হক

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে ছাত্র মজলিস দায়িত্বশীলদের সকল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ময়দানে সমাজ বিপ্লবের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বাধা-বিপত্তি আসবেই। সকল বাধা-বিপত্তি জয় করে সামনে এগিয়ে যেতে হবে। ইসলামী ছাত্র মজলিস দায়িত্বশীলদের সময়ের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সবসময় প্রস্তুত থাকতে  হবে। ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠিত সমাবেশে ২০১৫-২০১৬ সেশনের কমলগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন সম্পন্ন হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলগঞ্জ উপজেলা শাখার ২০১৫-২০১৬ সেশনের নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন, মৌলভীবাজার জেলা ছাত্র মজলিসের নব মনোনীত সভাপতি মুহাম্মদ এহসানুল হক। এক বছরের জন্য সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মনোনিত সালমান আহমদ সালেহ। নব-মনোনিত সভাপতিকে শপথ করান ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ এহসানুল হক।

kolganj 2

উপজেলা বিদায়ী সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলোয়ার হোসাইনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস  কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ,মৌলভীবাজার জেলা ছাত্র মজলিনের সাবেক বায়তুলমাল সম্পাদক নুরুল ইসলাম,কমলগঞ্জ উপজেলা কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিস বায়তুলমাল সম্পাদক কারী মাওলানা আলাউদ্দিন, সাবেক কমলগঞ্জ উপজেলা ছাত্র মজলিস সভাপতি, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা হোসাইন আহমদ খালেদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা তত্ত্বাবধায়ক কুতুব উদ্দিন, উপজেলা বায়তুলমাল সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

জেলা প্রচার ০১৭১২-৫৪ ৬৬ ৬৪

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

জাগতিক ও ইসলামী শিক্ষা

#জাগতিক_ও_ইসলামী_শিক্ষা মানুষের খুদি বা রূহকে উন্নতিসাধনের প্রচেষ্টার নামই হলো শিক্ষা, কথাটি আল্লামা ইকবালের। রবীন্দ্রনাথের মতে, ...