ঢাকা বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজে কুরআন আব্দুল্লাহ আল মামুন এবং নাঈমুল হক্ব সাদীকে আজ অভ্যার্থনা দেয়া হয় ৷
সৌদি আরবের পবিত্র মক্কা শরিফে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল পর্ব, ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১১ অক্টোবর হারামাইন শরিফে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ৩০ পারা ও ১৫ পারা দুই গ্রুপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ঢাকার তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার কৃতি ছাত্র বিশ্বজয়ী হাফেজ আব্দুল্লাহ আল মামুন ও নাঈমুল হক্ব সাদী।
এতে হাফেজ আব্দুল্লাহ আল মামুন ৭৩ দেশকে পেছনে ফেলে প্রথম স্থান করেন।
উল্লেখ্য, মামুন ২০১৪ সালে সৌদিআরবে বেসরকারী সংস্থা হাইয়াতুল আলামিয়্যার আয়োজনে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ মিশর কুয়েত দুবাই বিভিন্ন রাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।