মোহাম্মাদ আশিক::
গ্রামের কোনো মানুষ যখন শুধুমাত্র নিজের শখ পুরুণ করতে কোনো কিছু করেন, তখন প্রতিবেশিরা নানান কথার মাঝে যে কথাটি বেশি বলেন, তা হচ্ছে “ভাত নাই চা মারায়(!) হোন্ডা নিয়ে হাগু দিতে যায়”। ঠিক তেমনটাই ঘটে চলছে আমাদের বাংলাদেশে।
চার কোটি টাকা খরচের মাধ্যমে হয়তো অল্প কিছু মানুষের চেতনার পেট ভরবে কিন্তু এই চার কোটি টাকার চাল কিনে দরিদ্রদের মাঝে বিলিয়ে দিলে, বিশেষ করে হাওরবাসীদের মাঝে বিলিয়ে দিলে কত শত ক্ষুদার্থ মানুষের পেট ভরতো বলে আপনি মনে করছেন?
কক্সবাজারের কলাতলি চৌরাস্তার মোড়ে নতুন মূর্তি স্থাপন করা হচ্ছে। (http://bit.ly/2qdbyp3)
এর মধ্যে শুধু বিমানবন্দর মহাসড়কের মূর্তিটি বানাতে খরচ হচ্ছে প্রায় ৪ কোটি টাকা।
শুধু এই একটি মূর্তি বানিয়েই তারা যদি থেমে যেতো তবে না হয় আমরা সাধারণরা চোখ-কান বন্ধ করে, জিহ্বায় শক্ত করে কামুড় দিয়ে সহ্য করে নিতাম। কিন্তু তাহারা তো আলোর গতিতে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটে চলেছে। তাহাদের কাছে সাহাবা কেরামের যুগ সেকেলে মনে হলেও আজ থেকে পাঁচ হাজার বৎসর আগের গ্রিকদের যুগ যেনো বঙ্গ ভবন টু শাহবাগের দুরত্ব সমতুল্য। নিচে আরো কিছু নতুন মূর্তি নির্মাণের নিউজ লিংক দেয়া হলো।
গত এক মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন মূর্তি বসানোর খবর এসেছে। যেমন-
১) রাজধানীর বিমানবন্দর মহাসড়কে নির্মিত হয়েছে এক বিরাট মূর্তি (http://bit.ly/2p9Djiv)
২) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসছে নতুন মূর্তি (http://bit.ly/2qd6O2L)
৩) হাতিরঝিলে বানানো হচ্ছে এক বিরাট আজগুবি মূর্তি (http://bit.ly/2pTq04K)
৪) রাজধানীর আগারগাওয়ে বসছে নতুন মূর্তি (http://bit.ly/2qFQcQY)
৫) ময়মানসিংহে বসছে নতুন একটি মূর্তি (http://bit.ly/2pjbOy8)
৬) কক্সবাজারের কলাতলি চৌরাস্তার মোড়ে নতুন মূর্তি (http://bit.ly/2qdbyp3)
পাঠক, কিছুদিন আগে হাওর নিয়ে একটি নিউজ পড়লাম। সেখানে ভিক্ষু মিয়া নামক এক ব্যক্তি ত্রাণ না পেয়ে নিজ সন্তানদের মুখে ভাত তুলে দিতে মরিয়ে হয়ে উঠেছিলেন। বাধ্য হয়ে নেমেছিলেন হাওরের দূষিত পানিতে, উদ্দেশ্য যদি কিছু পচা ধান পাওয়া যায়, সেগুলো দিয়ে সন্তানদের পেট ভরাবেন। কিন্তু সেখানেই শেষ, পচা পানিতে নেমে সেখানেই মৃত্যু হলো ভিক্ষু মিয়ার। (https://www.youtube.com/watch?v=oRybasK_1M0)
আপনারাই বলুন ! এই মূর্তিগুলো আমাদের কি দিতে পারবে ?