এনামুল হক্ব মাসুদ::
এই বইগুলো দেখে কি বুঝা যায় যে, এগুলো খৃষ্টানদের বই?
তবে হ্যাঁ বন্ধুরা এভাবেই তারা সরলমনা সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করে যাচ্ছে। সাধারণ মুসলমানদের সরলতা আর দারিদ্রতাকে পুঁজি করে বিভিন্ন সেবার নামে হাজার হাজার সরলমনা মুসলিম জনগোষ্ঠীর মহামূল্যবান ঈমান হরণ করে খ্রিষ্ট ধর্মে তরীকাবন্দী করে চিরস্থায়ী জাহান্নামী বানাচ্ছে। এভাবেই দ্রুতগতিতে এগিয়ে চলছে তাদের স্বাধীন বাংলার মানচিত্রে আরেকটি পূর্ব তীমুর তথা স্বতন্ত্র খৃস্টরাজ্য গঠনের নীল নকশা। কিন্তু অত্যান্ত দু:খের বিষয় আমরা মুসলমান এবং জাতীর কর্ণধার উলামায়ে কেরাম এখনো অলস নিদ্রায় বিভোর।
আমরা এখনো নামাযে হাত বুকে বাঁধবো না নাভীতে বাঁধবো, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না! পরস্পর এসমস্ত মতবেদ ও বাহাছ-মুনাযারার লড়াইয়ে লিপ্ত। অথচ আমরাই ছিলাম দা’ঈর জাতি। আমাদের উপরই ন্যাস্ত করা হয়েছে বিশ্বব্যাপী ইসলামের দাওয়াতের মহান যিম্মাদারী। আল্লাহ তা’য়ালা আমাদেরকে সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফীক দান করুন। আমীন।