দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীতে কওমি মাদরাসার সনদ বাস্তবায়ন কমিটির বৈঠক শুরু হয়েছে। মাদরাসার মহাপরিচালক ও কমিটির চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী’র সভাপতিত্বে সকাল ১১.১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।
বৈঠক সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত সময়েই কমিটির সবাই হাটহাজারীতে আল্লামা আহমদ শফীর কার্যালয়ে উপস্থিত হন। তবে উমরার কারণে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বোর্ডের সভাপতি আল্লামা আবদুল হালিম বোখারি উপস্থিত হতে পারেননি। এছাড়াও জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ আজকের বৈঠকে উপস্থিত হননি। তবে উভয় বোর্ডের প্রতিনিধি রয়েছে।
গত ১১ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতি ঘোষণা করেন। ১৩ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনে সনদ বাস্তবায়নের জন্য একটি কমিটিও ঘোষণা করা হয়। হাটহাজারীতে আজই প্রথম এই কমিটি বৈঠকে মিলিত হয়েছে।
জানা যায়, বৈঠকে চলতি বছরে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিসের পরীক্ষা ও মাস্টার্সের মান কিভাবে দেয়া হবে তার রূপরেখা নিয়ে আলোচনা হবে।