আতাউর রহমান খসরু: গণভবন অভিমুখে রওনা করেছেন বেফাকের সভাপতি শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। সঙ্গে দীর্ঘ গাড়ি বহর।
বিকেল পাঁচটায় ঢাকার যাত্রাবাড়ীর কাজলা ভাঙ্গা প্রেসে অবস্থিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের নিজস্ব কার্যলয় থেকে বেফাকের শীর্ষ নেতৃত্ববৃন্দসহ তিনি গণভবন অভিমুখে রওনা করেন।
বাংলাদেশে চল্লিশ হাজার কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণার লক্ষ্যে আজ গণভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের শীর্ষ আলেমদের বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আজ কওমি শিক্ষা সনদের স্বীকৃতি ঘোষণা করবেন।
আল্লামা শফীর গাড়ি বহরে আছেন বেফাকের সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী, আল্লামা আনোয়ার শাহ, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মোস্তফা আজাদ, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, বেফাকের মহাপরিচালক মাওলানা জোবায়ের আহমদ চৌধুরী।
আরও আছেন মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর।
গাড়ি ঢাকার ফকিরের পুল পৌঁছালে যোগাযোগ করলে জানান, নির্ধারিত সময়ের মধ্যেই বেফাক নেতৃত্ববৃন্দ আল্লামা আহমদ শফীর নেতৃত্বে গণভবনে পৌঁছাবেন।
এদিকে ঢাকার মুহাম্মদপুর থেকে রওনা করেছেন বেফাকের যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আওয়ার ইসলামকে তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে চূড়ান্ত বৈঠকের কথা রয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ে সম্মেলন শুরু হবে।
সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই গণভবনে পৌঁছে গেছেন গহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানি, পটিয়া মাদরাসার প্রিন্সিপ্যাল আল্লামা আবদুল হালীম বোখারী, সিলেটের মুফতি আবদুল হক, মুফতি আবদুল বাসেত বরকতপুরী প্রমুখ নেতৃত্ববৃন্দ। জামিয়া ইক্বরা থেকেও একটি প্রতিনিধি দল গণভবনে পৌঁছেছেন।
বারিধারার নিজ বাসা থেকে রওনা হয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। আশা করা হচ্ছে, কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির ব্যাপারে কওমি ছাত্র শিক্ষকের দীর্ঘ কয়েক যুগের প্রতীক্ষার অবসান হবে। অর্জিত হবে কাঙ্ক্ষিত স্বীকৃতি। সন্ধ্যা সাড়ে সাত নাগাদ সম্মেলন শুরু হয়ে চলবে কয়েক ঘণ্টা। আলেম উলামাদের রাতে আপ্যায়নের কথা রয়েছে গণভবনে।
আওয়ার ইসলামের সৌজন্যে