বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৫৭
Home / আন্তর্জাতিক / আইএস ধসের সাথে চলছে সিরিয়ার ভুমি দখলের মহোৎসব!

আইএস ধসের সাথে চলছে সিরিয়ার ভুমি দখলের মহোৎসব!

কমাশিসা মধ্যপ্রাচ্য ডেস্ক:

পালমিরাতে আসাদ সন্ত্রাসীর সেনাদল

একদিকে ইরানী শীয়া আর আসাদ খুনীদের যৌথ ও সংবদ্ধ যুদ্ধ। যেখানে তারা চাইছে গোটা সিরিয়াকে শীয়া দেশে পরিণত করতে। পলায়নরত আইএসের কাছহতে কেড়ে নেয়া আসাদ বাহিনী এখন ঐতিহাসিক সিটি পালমিরাতে দাপিয়ে বেড়াচ্ছে। তারা ভাবছে মুয়ামেলা খতম। না তার্কী সৌদী ঐক্যজোট ধীরে ধীরে গাদ্দারদের খতম করে সামনের দিকে এগুচেছ এখন। ঠিক তখনই আমেরিকা কুর্দীস সন্ত্রাসীদের পাশে এসে দাঁড়িয়েছে। আমেরিকা চায় কুর্দীস্তান নয়া আরেকটি কুফরি রাজ্য কায়েম হউক। আরেক ইজরাইল তারা চায় তার্কী ও সৌদীর পাশে।

কুর্দী জংগীদের পাশে আমেরিকা

তবে তাদের জানা রাখা দরকার এখন অংক এতো সহজ না। তার্কী রাশিয়াকে মেন্যাজ করে নিয়েছে। আসাদ এখন ছাগলের তিন নম্বর বাচ্ছা। ইনশাআল্লাহ আইএস সন্ত্রাসীদের পাশাপাশি আসাদ ও ইরানের সন্ত্রাসকে স্বমূলে উৎখাত করতে হবে। আমেরিকার ফেরেববাজি এখন আর গোপন নয়। তাই সিরিয়ায় আমেরিকার প্রতারণারও পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...