শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:৩০
Home / এশিয়া / জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা !

জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা !

 

Ahmed Rashid_ Komashishaনিউয়র্ক থেকে আহমেদ রাশীদ: আলহামদু লিল্লাহ,সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জাতি সংঘের সদর দফতর নিউইর্য়কের ম্যানহাটনে উড়লো মাজলুম দেশ হিসেবে খ্যাত ফিলিস্তিনের সাদা-লাল,নীল আর সবুজ রংগের সুন্দর পতাকা।গতকাল 30শে সেপ্টেম্বর বুধবার সাধারণ পরিষদের সভায় বেশীর ভাগ দেশের সমর্থনে প্রস্তাবটি পাস হওয়ায় আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিনের পতাকাটি উড্ডয়ন করা হয়।12076875_445917108945559_163845444_n

এটা পশ্চিমা বিশ্বের মুসলমানদের শত্রুদের জন্য মহাপরাজয়ের নামান্তর। ফিলিস্তিনের নেতা ও স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট জনাব মাহমুদ আব্বাস এবারে জাতি সংঘে তাঁর ভাষণের পর ঐ পতাকা উত্তোলন করেন। হে আল্লাহ তা’য়ালা ইসরাঈলের কারাগারে বন্দী ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দসকে তুমি জালেমদের হাত থেকে হেফাজত করো,আ-মীন।

ইহুদিদের বুলেট যাদের প্রতিদিন খুজে বেড়ায়...
ইহুদিদের বুলেট যাদের প্রতিদিন খুজে বেড়ায়…

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...