বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:৩৮
Home / এশিয়া / জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা !

জাতিসংঘে উড়লো ফিলিস্তিনি পতাকা !

 

Ahmed Rashid_ Komashishaনিউয়র্ক থেকে আহমেদ রাশীদ: আলহামদু লিল্লাহ,সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জাতি সংঘের সদর দফতর নিউইর্য়কের ম্যানহাটনে উড়লো মাজলুম দেশ হিসেবে খ্যাত ফিলিস্তিনের সাদা-লাল,নীল আর সবুজ রংগের সুন্দর পতাকা।গতকাল 30শে সেপ্টেম্বর বুধবার সাধারণ পরিষদের সভায় বেশীর ভাগ দেশের সমর্থনে প্রস্তাবটি পাস হওয়ায় আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিনের পতাকাটি উড্ডয়ন করা হয়।12076875_445917108945559_163845444_n

এটা পশ্চিমা বিশ্বের মুসলমানদের শত্রুদের জন্য মহাপরাজয়ের নামান্তর। ফিলিস্তিনের নেতা ও স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট জনাব মাহমুদ আব্বাস এবারে জাতি সংঘে তাঁর ভাষণের পর ঐ পতাকা উত্তোলন করেন। হে আল্লাহ তা’য়ালা ইসরাঈলের কারাগারে বন্দী ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দসকে তুমি জালেমদের হাত থেকে হেফাজত করো,আ-মীন।

ইহুদিদের বুলেট যাদের প্রতিদিন খুজে বেড়ায়...
ইহুদিদের বুলেট যাদের প্রতিদিন খুজে বেড়ায়…

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...