●ভাই, আপনার দেশে যেতে ইচ্ছে করে না!!
■একসময় করতো। মেডিসিন ব্যবহার করে করে এখন দেশের মুহাব্বাত শুকিয়ে অন্তরটা চৈত্রের মাঠ।
●কী মেডিসিন ভাই! আমার তো মাঝেমধ্যে সবকিছু ফেলে বাংলাদেশে চলে যেতে মন চায়। চিন্তা করি, কোটি টাকা ইনকাম করলেও তো পরের দেশে থাকি।
■শোনো! প্রতিদিন রাতে শোবার আগে বাংলাদেশের পত্রিকাগুলো পড়ে নিও। আবার ঘুম থেকে উঠে অনলাইন আপডেট পড়ার চেষ্টা করো। এভাবে কয়দিন রেগুলার পড়ে দেখো- দেশপ্রেম ইসরাইলের দিকে পালাবে।
●কীভাবে!!???
■হররোজ দেখবা; মসজিদের ইমাম থেকে মকতবের শিশু, ভার্সিটির প্রফেসর থেকে মেডিক্যাল স্টুডেন্ট -সকলকেই কারণে অকারণে বেদম পিটানো হচ্ছে । পানের দোকান থেকে হাই-ক্লাস শপিংমল, খেয়া-নাও থেকে জাহাজ -সর্বক্ষেত্রে জোর করে চাঁদাবাজি,ছিনতাই করা হচ্ছে দিনদুপুরে। সাত বছরের বাচ্চা থেকে সত্তর বছরের বৃদ্ধা, প্রাইমারির শিশু থেকে কলেজের শিক্ষিকা- প্রকাশ্য দিবালোকে যৌন-হযরানীর শিকার।
দেশের up to bottom অন্যায়-অবিচার, দূর্নীতি-অনাচার, জালিমের জয়জয়কার, মাজলুমের হাহাকার- এসব নিউজ পড়তে পড়তে একসময় তুমিও গেয়ে উঠবে-
খবর শেষ হলে পড়া,
গায়ের লোম হয় যে খাড়া,
আপাদমস্তক কুকীর্তি ভরা অনিরাপদ এক ভূমি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
মনে হলে ঘৃণা ও ভয়ে উল্টে আসে বমি।
সে যে আমার জন্মভূমি…
●আজ থেকে আপনার ফর্মুলা এপলিক করবো।
■ক’দিন ট্রাই করো। একসময় কেউ দেশে যাচ্ছে শুনলে, তাকে শেষ বিদায় জানিয়ে আসবা। ইনশাআল্লাহ।