শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ ভোর ৫:০৫
Home / প্রতিদিন / প্রবাসী: না পারছেন যেতে আর না পারছেন সহ্য করতে?

প্রবাসী: না পারছেন যেতে আর না পারছেন সহ্য করতে?

ফাহিম বদরুল হাসান :: ●ভাই, আপনার দেশে যেতে ইচ্ছে করে না!! ■একসময় করতো। মেডিসিন ব্যবহার করে করে এখন দেশের মুহাব্বাত শুকিয়ে অন্তরটা চৈত্রের মাঠ। ●কী মেডিসিন ভাই! আমার তো মাঝেমধ্যে সবকিছু ফেলে বাংলাদেশে চলে যেতে মন চায়। চিন্তা করি, কোটি টাকা ইনকাম করলেও তো পরের দেশে থাকি। ■শোনো! প্রতিদিন রাতে…

User Rating: Be the first one !

Fahim Badrul _ Komashisha 01

ফাহিম বদরুল হাসান ::

●ভাই, আপনার দেশে যেতে ইচ্ছে করে না!!

■একসময় করতো। মেডিসিন ব্যবহার করে করে এখন দেশের মুহাব্বাত শুকিয়ে অন্তরটা চৈত্রের মাঠ।

●কী মেডিসিন ভাই! আমার তো মাঝেমধ্যে সবকিছু ফেলে বাংলাদেশে চলে যেতে মন চায়। চিন্তা করি, কোটি টাকা ইনকাম করলেও তো পরের দেশে থাকি।

■শোনো! প্রতিদিন রাতে শোবার আগে বাংলাদেশের পত্রিকাগুলো পড়ে নিও। আবার ঘুম থেকে উঠে অনলাইন আপডেট পড়ার চেষ্টা করো। এভাবে কয়দিন রেগুলার পড়ে দেখো- দেশপ্রেম ইসরাইলের দিকে পালাবে।

●কীভাবে!!???

■হররোজ দেখবা; মসজিদের ইমাম থেকে মকতবের শিশু, ভার্সিটির প্রফেসর থেকে মেডিক্যাল স্টুডেন্ট -সকলকেই কারণে অকারণে বেদম পিটানো হচ্ছে । পানের দোকান থেকে হাই-ক্লাস শপিংমল, খেয়া-নাও থেকে জাহাজ -সর্বক্ষেত্রে জোর করে চাঁদাবাজি,ছিনতাই করা হচ্ছে দিনদুপুরে। সাত বছরের বাচ্চা থেকে সত্তর বছরের বৃদ্ধা, প্রাইমারির শিশু থেকে কলেজের শিক্ষিকা- প্রকাশ্য দিবালোকে যৌন-হযরানীর শিকার।

দেশের up to bottom অন্যায়-অবিচার, দূর্নীতি-অনাচার, জালিমের জয়জয়কার, মাজলুমের হাহাকার- এসব নিউজ পড়তে পড়তে একসময় তুমিও গেয়ে উঠবে-

খবর শেষ হলে পড়া,
গায়ের লোম হয় যে খাড়া,
আপাদমস্তক কুকীর্তি ভরা অনিরাপদ এক ভূমি।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
মনে হলে ঘৃণা ও ভয়ে উল্টে আসে বমি।
সে যে আমার জন্মভূমি…

●আজ থেকে আপনার ফর্মুলা এপলিক করবো।
■ক’দিন ট্রাই করো। একসময় কেউ দেশে যাচ্ছে শুনলে, তাকে শেষ বিদায় জানিয়ে আসবা। ইনশাআল্লাহ।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...