শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:১৮
Home / কুরআন / ইরাকে কুফি বর্ণমালার কুরআন আবিষ্কার

ইরাকে কুফি বর্ণমালার কুরআন আবিষ্কার

অনলাইন ডেস্ক : ইরাকের পবিত্র নগরী কারবালায় ২৯৯ হিজরির অন্তর্গত কুফি বর্ণমালার কুরআন আবিষ্কার করা হয়েছে। ইমাম হুসাইন আ. এর পবিত্র মাযারের অন্তর্গত আহলে বায়েতের ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিল এই খবর জানিয়েছে।

কাউন্সিলের প্রধান ‘মুশতাক আল-মুজাফ্ফার’ বলেন, এই কাউন্সিলে যে সকল কুরআন রয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন কুরআন।

তিনি বলেন, উদ্ধারকৃত প্রাচীন কুরআন শরীফটি কুফি বর্ণমালায় লেখা হয়েছে। অন্যান্য কুরআনের সাথেই এই প্রাচীন হস্তলিখিত কুরআনটি সংরক্ষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইমাম হুসাইন আ. এর পবিত্র মাযারে এবং আহলে বায়েতের ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিলে পবিত্র কুরআনের হস্তলিখিত ২০ খণ্ড পাণ্ডুলিপি রয়েছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি কল্যাণ ট্রাস্ট- বাস্তবতা ও প্রয়োজনীয়তা

খতিব তাজুল ইসলাম: ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...